আজমিরীগঞ্জ প্রতিনিধি :আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও ইউনিয়নের ঘরদারই গ্রামের বর্তমান ও সাবেক মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টা ব্যাপি সংষর্ষে নারী শিশু সহ ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১০জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংকা জনক অবস্থায় রহিম (২৫), ইদু (৫৫), রুকেল (২৬), আবুল খায়ের (৪০), রুসেন (৪৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান ও সাবেক মেম্বার শহীদ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার ও গত ইউপি পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের মাঝে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের হিসেবে গতকাল বুধবার সকাল ৮টায় উভয় গ্র“পের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়া ও আজমিরীগঞ্জ থানার ওসি তৈমর বখত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংষর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংষর্ষে ব্যবহৃত ঢাল ও বিপুল পরিমাণ বল্লম উদ্ধার করে। সংঘর্ষে আহতরা হলো, জাকারিয়া (১৬), আক্তার (১৮), মেহেদী (১১), শান্ত (৪৫), মান্নান (৫৫), কিতাব আলী (৩৫), কালাম (৫০), রুসেন (৪৫), হিবলিস (৪০), ইকবাল (২৫), রহিম (২৫), রহমান (৪৫), গাজী রহমান (৩৫), হেলাল (২৮), রহমত আলী (২৬), আলী রহমান (৩৫), মহিবুর (৩২), শামসুল হক (৩২), সালমান (২৫), পলাশ (২২), জাকির (২২), খুতেজা আক্তার (৩৫), শিল্পী আক্তার (৩০) প্রমুখ।