নবীগঞ্জ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে সোমবার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১৩ নং এলাকার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বাল্ব প্রতীক নিয়ে সাবেক পরিচালক এডভোটেক ফারুক আহমদ নির্বাচিত হয়েছে। নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোকেঁ পড়ার মতো। নির্বাচনে ২ হাজার ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বিজয়ী প্রার্থী এলাকার জনপ্রিয় মূখ এডভোকেট ফারুক আহমদ পেয়েছেন ১ হাজার ৪ শত ১২ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি লেবু আহমদ জেবু চেয়ার প্রতীকে ৫ শত ১৯ এবং অপর আলোচিত প্রার্থী সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুর ছোট ভাই ও র্কীতি নারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন টিটু পেয়েছেন মাত্র ৮৯ ভোট।
নির্বাচনে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাদের ভোটারধিকার প্রয়োগের পাশাপাশি ভোট কেন্দ্র পরিদর্শন করে নির্বাচনে সন্তোষ্ঠ প্রকাশ করেছেন। এছাড়া নির্বাচনে আইশৃংলায় নিয়োজিত পুলিশ বাহিনী ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নির্বাচনের ফলাফল ঘোষনার পর বিজয়ী এডভোকেট ফারুক আহমেদ ও প্রতিদ্বন্ধি প্রার্থী লেবু আহমদ জেবু খোলাখোলি করে উভয় সন্তোশ প্রকাশ করেছেন। অপর প্রার্থী আক্তার হোসেন টিটু অল্প পেয়ে ভরাডুবি হওয়ায় অনেকটা নীরবে কেন্দ্র ত্যাগ করেন। পরে বিজয়ী প্রার্থীকে নিয়ে শহরে আনন্দ মিছিল বের করা হয়।