চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র নাজিম উদ্দিন শামসু শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার সাজ্জাদুর রহমান শপথ বাক্য পাঠ করান। মেয়র নাজিম উদ্দিন শামসু ১৯৬৬ সালে চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নাজিম উদ্দিন শামসু চুনারুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ১৯৮৩ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, পরে মৌলভীবাজার সরকারি ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বিএ পাশ করেন। তিনি দীর্ঘদিন আশা এনজিও’র ডিস্ট্রিক্ট ম্যানেজার (ডিএম) পদে অত্যন্ত সুনামের সঙ্গে কর্মরত ছিলেন। গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে পৌর মেয়রের পদটি শূন্য হয়। গত ২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে শামসু বিপুল ভোটে জয়ী হন। ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সালেহ্ উদ্দিনের বড় ভাই নাজিম উদ্দিন শামসু। তিনি সকলের দোয়া প্রার্থী।