চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে পদক্ষেপ গণ পাঠাগার।
রবিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্টানে সভাপতিত্ব করেন সৈয়দ মোদাব্বির আলী। পদক্ষেপ গন পাঠাগারের সভাপতি মাজহারুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন,উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি শাহ আলম তালুকদার, কবি সাইফুর রহমান কায়েস, কবি ও লেখক ছিদ্দিকি হারুন, কাওছার খসরু, হুমায়ূন কবীর মিলন, হাবীবুর রহমান জলফু, আঃ কাইয়ূম, মনিরুল ইসলাম, আজিজুর রহমান কাজল, ধামালীর সভাপতি এডভোকেট মোস্তাক আহমেদ বাহার, নূর উদ্দিন, ছালেহা খানম, পলি রানি দাস, জাকির হোসেন আরমান, সৌমিত্র দে, সৌরভ চন্দ্র দে, বিশ্বজিৎ পাল প্রমুখ।
কবিতা পাঠের আসরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে।