মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোববার সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে কলেজের হলরুমে সহকারী অধ্যাপক পংকজ কুমার রায়ের সভাপতিত্বে ও প্রদর্শক জগদিশ দেব নাথের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ জাহির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নাছির উদ্দিন মাহমুদ, সাফায়েতুল ইসলাম, মোজাম্মেল হক, আব্বাস উদ্দিন মিজান, ফরাশ উদ্দিন, প্রভাষক মুর্শেদ কামাল, হুমায়ুন কবির, মেহেরুনেছা চৌধুরী, আবু সায়েদ, ক্রিড়া শিক্ষক একেএম মাহবুবুল আলম,অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আনিসুর রহমান , এইচএসসি পরীক্ষার্থী সাব্বির চকদার প্রমুখ।