মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে বিজিবি অভিযান চালিয়ে ৭৩কেজি জিরাসহ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি।
জানা যায় রবিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মাধবপুর উপজেলার মনতলা বিওপির নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার সম্পদপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৩কেজি ভারতীয় জিরা, ১হাজার ৭শ ৯৯টি ইলেকট্রিক ইন্ডিকেটর, ৩শ ৯৫টি ইলেকট্রিক চকেট এবং ৫টি পস্কাষ্টিক ব্যাগসহ ১লাখ ২হাজার ৩শ ৭০টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই মাল উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।