হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দুজন হচ্ছে- নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা সিদ্দিক আলীর পুত্র জামাল মিয়া (২৮) ও কুদরত উল্লাহর পুত্র খলিল মিয়া।
পুলিশ সূত্র জানায়, জামাল ও খলিল দীর্ঘদিন যাবত নিউ মুসলিম কোয়ার্টার আবাসিক এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) সাজ্জাদ ইবনে রায়হানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এএসপি সাজ্জাদ ইবনে রায়হান ধাওয়া দিয়ে জামাল ও খলিলকে আটক করেন। পরে আটককৃতদের শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে রাখা ৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।