চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সুদ্রাটিকির গ্রামে চার শিশু শুভ, তাজেল, মনির ও ইসমাইল হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় পৌর শহরের মধ্য বাজারে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ, ধ্রুপদী পরিবার, পদক্ষেপ গণপাঠাগার ও ধামালী সংগঠনের উদ্যোগে মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন শেষে মধ্য বাজারে শিক্ষক এস.এম মিজানুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, ধামালী সংগঠনের সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ, পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি প্রফেসর মাজহারুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য আমিনুল ইসলাম সুজন।
সভায় বক্তারা বাহুবলের মতো সারা দেশে শিশু হত্যা বন্ধ ও দ্রুত বিচারের দাবি জানান।