সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়ীয়া জেলার নাছিরনগর উপজেলার চাপর তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সাহেব বাড়ীর পীরজাদা সৈয়দ মর্তুজা কামাল ইন্তোকাল করেছেন (ইন্না……. রাজিউন) । তিনি গত শুক্রবার রাত সাড়ে ৭টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। এ মৃত্যু খবর শুনে হাজার হাজার মুরিদান, আতœীয়-স্বজন, সহ এলাকার শতশত লোক এক নজর দেখার জন্য বাড়িতে ভীর করেন এবং অনেক আসেকান ভক্তবৃন্দ মুরিদান ও আতœীয় স্বজন কান্নায় ভেঙ্গেঁ পড়েন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়ে, নাত-নাতনি সহ অসংখ্যা আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত কাল শনিবার সকাল ১১টায় খান্দুরা সাহেব বাড়ী জামে মসজিদের মাঠে হাজার হাজার মুসল্লি উপস্থিতিতে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা নামাজ বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলা মুড়ার বন্দ দরবার শরীপেল হাজারো মুসল্লীর উপস্থিতে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ শেষে মুড়ার বন্দ দরবার শরীফের খোয়াই নদীল বাঁধের নীচে হযরত সৈয়দ সালেহ আহমেদ (রাঃ) মাজারের নিকট মরহুম সৈয়দ মর্তুজা কামালকে দাফন করা হয। মরহুম সৈয়দ মর্তুজা কামাল হযরত সৈয়দ সালেহ আহমেদ (রহ:) এর উত্তরসূরী বংশধর। এদিকে পীরজাদা সৈয়দ মর্তুজা কামাল (র:) মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন দরবার শরীফে মোতাওয়াল্লী, খাদেম, ব্যবসায়ী, সাংবাদিক শোক প্রকাশ করেছেন। প্রদত্ত বিবৃতিতে তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে । শোক জ্ঞাপনকারীগণ হলেন সুপ্রীম কোর্টের যুদ্ধাপরাধী আন্তঃজার্তিক অপরাধ ট্রাইবোনাল বেরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, চুনারুঘাট সদর ইউনিয়ন বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী, তদন্ত ওসি ইকবাল হোসেন, এসআই অপূর্ব, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশিন সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি, খালেম এম মোজাম্মিল আহমেদ চৌধুরী হামিদ প্রমূখ।