দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে ১০ জন মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর দেয়া হয়েছে।
বুধবার শায়েস্তাগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ এনামুর রহমান।
পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব সার্জেন্ট (অবঃ) আব্দুল আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন- জেলা সন্তান কমান্ড সভাপতি মোঃ ছোরাব আলী, পৌর সন্তান কমান্ড সভাপতি সিপন মিয়া, ব্যাংক ম্যানেজার অপারেশন কাজী মোঃ শাহজালাল, বিনিয়োগ অফিসার মোঃ রাশেদুল হক।