হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা অপরুপা বালিকা বিদ্যানিকতনের শিক্ষামন্ত্রনালয় কর্তৃক পরিচালিত সেকায়েপ প্রকল্পের সহযোগিতায় নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিদ্যানিকতনের মাঠে আয়োজিত সভায় বিদ্যানিকতনের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবু ছায়েদ মোল্লার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মজিবুর রহমান বাহারের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব ও সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত পরিচালক ড.জাহাঙ্গীর আলম।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানি মজুমদার,সাবেক অধ্যক্ষ সিরাজুল হক,অপরুপা বালিকা বিদ্যানিকতনের প্রধান শিক্ষক মোশারফ আহম্মদ খান পলাশ,জাকের পার্টির কেন্দ্রীয় নেতা জসীম উদ্দিন চৌধুরী,সমাজ সেবক ডাঃ নারায়ণ চন্দ্র দেব,ছাত্রী মৌ রাণী বণিক প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বহরা ইউ/পি চেয়ারম্যান আলা উদ্দিন,দৈনিক ইত্তেফাকের সাব এডিটর আক্তারজ্জামান,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আঃ নূর,ফতেহুল ইসলাম,ডাঃ হরিশ চন্দ্র দেব,প্রধান শিক্ষক বিধু মোহন দেব,ফারুক আহম্মেদ,নিজাম উদ্দিন,আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক তাছাদ্দুক আহম্মদ,সমাজ সেবক আঃ বারেক,মুফতি শফিকুল ইসলাম ডালিম,আবু শাহীন আলম রিপন,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,সাংবাদিক হামিদুর রহমান,সহকারী শিক্ষক আবু ইউসুফ, জামিল উদ্দিন,সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াছমিন,সোহেলা আক্তার প্রমুখ।
পরে শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব ও সেকায়েপের অতিরিক্ত পরিচালক ড.জাহাঙ্গীর আলম তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় এবং চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।