নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান সন্দেহভাজন বাঘাল পঞ্চায়েতের প্রধান আব্দুল আলী বাঘালের ছেলে রুবেল মিয়া।
শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে জবানবন্দি দেওয়া শুরু করেন রুবেল। বাকি দুজন বশির মিয়া ও আরজু মিয়ার জবানবন্দি চলছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের তালুকদার পঞ্চায়েতের চার শিশু নিখোঁজ হয়। এর পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে মাটিচাপা অবস্থায় চার শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- আব্দুল আলী বাঘাল, তার ছেলে জুয়েল ও রুবেল এবং বশির মিয়া ও আরজু মিয়া। এর মধ্যে আবদুল আলী বাঘাল ও ছেলে জুয়েলকে বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।