মোঃ রহমত আলী ॥ সম্প্রতি বাহুবলে ৪ শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় হবিগঞ্জে সর্বত্ত অভিভাবক মহলে আতংক ছড়িয়ে পড়েছ। কখন কারো স্নেহের সন্তান এমন অনাকাঙ্খিত ঘটনার শিকার হয় তা নিয়ে চিন্তিত হয়েছেন। ফলে স্থানীয় বিদ্যায়গ্রলোতে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
সরজমিনে হবিগঞ্জ শহর তলীর এলাকায় কয়েকটি প্রাথমিক বিদ্যায় গিয়ে দেখা যায় শ্রেণি কক্ষে শিক্ষার্থীর উপস্থিতির হার কম। এ বিষয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা জানান, বাহুবলের ৪ শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় অভিভাবকগন আতঙ্খিত হয়ে পড়েছেন। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কম। কজন অভিভাবকের সাথে কথা হলে তারা জানান, বাহুবলে দিনে দুপুরে নিখোঁজ হয়ে লাশ হলো ৪শিশু তাই আমাদের সন্তানদের সাময়ীক ভাবে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি।
উল্লেখ্য যে, ইদানিং শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবক মহলে সংশ্রয় দেখা দিয়েছে। ফলে দৃষ্টির বন্দি রাখতে সন্তানদের বিদ্যালয় যাওয়া থেকে বিরত রাখছেন।