চুনারুঘাট প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট উপজেলা বিএনপি। মিছিলটি বুধবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ, যুগ্ন-সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল হক তালুকদার, আজগর আলী মাষ্টার, উপজেলা যুবদলের সভাপতি আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মিয়া মহালদার, পৌর যুবদল সভাপতি আঃ হামিদ, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি টুলু সরকার, পৌর শ্রমিকদল সভাপতি আঃ করিম সরকার, সেক্রেটারী আমির আলী লস্কর হেলাল, পৌর যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, পৌর শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক লিয়াকত সর্দার,যুবদল নেতা জামাল মিয়া, কৃষক দলের সভাপতি মোঃ মানিক মিয়া, আঃ রউফ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ন-আহ্বায়ক আঃ মান্নান রুমন, রফিক তালুকদার, পৌর ছাত্রদল যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, মঈনুল হাসান চৌধুরী সৌরভ, কলেজ ছাত্রদল আহ্বায়ক ফখরুল ইসলাম মুহিত, উপজেলা জাসাস সভাপতি আইয়ুব আলী, ছাত্রদল নেতা ঈসা খান, আশিক মিয়া, মীর হোসেন, মীর সোহেল, সাজ্জাদ মনির প্রমুখ। সভায় বক্তরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।