বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের ২ বছরে বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে প্রায় ৬৩ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে বাকি ৩ বছর মেয়াদের মধ্যে সকল উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। তিনি বলেন, এবার এ আসনের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদগুলোতে উন্নয়নের জন্য নগদ অর্থ দেয়া হয়েছে। লামাকাজি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৬০ লক্ষ টাকার উন্নয়ন সাধিত হয়েছে। সকল ইউনিয়নেও এভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বর্তমানে লামাকাজি ইউনিয়নের প্রায় ২১টি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপার মনোনীত চেয়ারম্যান, মেম্বার প্রার্থীর পক্ষে রায় দিতে দলমত নির্বিশেষে সকলকের প্রতি আহবান জানান।
তিনি গত শুক্রবার বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এলাকার উন্নয়ন বিষয়ক পৃথক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাধবপুর আরকে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার মুরব্বি আব্দুর রহমানের সভাপতিত্বে, দিঘলী গ্রামের শিব ও দূর্গাবাড়ি আখড়া প্রাঙ্গনে বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে, সাঙ্গিরাই-মোল্লারগাঁও গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে গ্রামের মুরব্বি আব্দুর রউফের সভাপতিত্বে, একানিধা গ্রামে লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তার আলীর সভাপতিত্বে, দূর্লভপুর গ্রামে এলাকার মুরব্বি সোনা উল্লাহর সভাপতিত্বে ও খাজাঞ্চীগাঁও গ্রামে উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই’র সভাপতিত্বে সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক একেএম দুলাল। পৃথক সভাগুলোতে বক্তব্য রাখেন- এলাকার মুরব্বি আব্দুস সাত্তার, রমজান আলী, সিদ্দেক আলী, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, ইউপি সদস্য এনামুল হক, রফিক উদ্দিন, আওয়ামী লীগ নেতা লালু মিয়া, মিলন মিয়া, বিএনপি নেতা ফজর আলী, আব্দুল গফুর, জাতীয় পার্টি নেতা মো. আব্দুল্লাহ, কবির আহমদ, ইকবাল হোসেন, হাবিবুর রহমান মনু, খুর্শিদ আলী, শ্রমিকলীগ নেতা খালেদ আহমদ, যুবদল নেতা রফিকুল ইসলাম, লকুছ খান, স্কুল ছাত্রী সাজনা বেগম।