বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ‘১ম শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন হয়েছে। শেখ রাসেল ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলার লামাকাজী পয়েন্ট সংলগ্ন মাঠে শুক্রবার বিকেলে টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় শিশু সংঘ স্পোটিং ক্লাব (আমতৈল) ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে ফুটন্ত গোলাপ (বশিরপুর)’কে হারিয়ে টুর্নামেন্ট’র শুভ সূচনা উদ্বোধক হিসেবে টুর্নামেন্ট’র উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আসাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আবদুল আহাদ ও জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যার-১ এনামুল হক মেম্বার, পুরস্কার দাতা আলহাজ্ব আশফাকুর রহমান চৌধুরী, ইউসুফ আলী, সুহেল আহমদ, বাশির আহমদ, সংগঠক প্রদীপ কুমার রায়, উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা ছায়েদ আহমদ। বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া সংস্থার সভাপতি হারুন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু বকর ফয়ছল, কোষাধ্যক্ষ খালেদ আহমদ।