চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট সদর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম (১১০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। তিনি বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫মিনিটে চুনারুঘাট পৌর শহরের বাল্লারোডস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। ওই দিন বাদ আছর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে তার নামাজের জানাযা শেষে তাকে ধলাইরপাড়স্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায় হাজার হাজার মুসল্লির অংশ গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি ৪ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে, তিনি চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা বদরুল আলম ফখরুলের পিতা এবং ব্যক্স সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া ও চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তৈয়বা খাতুনের শশুর।