মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের জেলার সুবিধা বঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রম বাস্থবায়নে বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।
১৮ ফেব্রুয়ারী বিকাল ২টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম।
বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ রহিমা বেগম-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও ইকবাল বাহার খান, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, বানিয়াচং সদর দক্ষিন পূর্ব ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, সুবিদপুর ইউ.পি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, মুরাদপুর ইউ.পি চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার সুলতান আহমেদ, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, ইউ.পি সচিব অজিত সরকার প্রমূখ।