মোঃ রহমত আলী ॥ বাহুবলের আলোচিত চার শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহ¯প্রতিবার বেলা ১১টায় স্থানীয় কোর্ট প্রাঙ্গনের নিমতলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এর আয়াজন করা হয়। সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং বাসদ নেতা কমরেড হুমায়ুন খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বারের বিশিষ্ট আইনজীবী দেওয়ান মিনহাজ গাজী, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বাসদ নেতা কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদের সমন্বয়ক কমরেড এডভাকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা ডাঃ সুনিল রায়, সিপিবি নেতা ও সাংবাদিক মুজিবুর রহমান, ছাত্র ইউনিয়ন নেত্রী সিফাত জাহান জেসি, ছাত্রফ্রন্ট নেতা নাজমুল খান, সেলিম, রবিন, সুমন প্রমুখ।
বাহুবলের শিশু অপহরণ সংঘটিত পরবর্তীতে আইন শৃংখলা বাহিনীর ভূমিকায় বক্তাগণ তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, আইন শৃংখলা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে হয়তোবা অপহৃত শিশুদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হত। বক্তাগণ এ ধরণের জঘন্য অপরাধের বিরুদ্ধে এবং সারাদেশের শিশু হত্যা নির্যাতনের বিরুদ্ধে সামাজিক গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল শ্রেণি পেশার ছাত্র জনতার প্রতি আহবান জানান।
পাশাপাশি অনতিবিলম্বে অপরাধীদের দ্রুত বিচার আইনের মাধ্যমে শাস্তি প্রত্যাশা করেন।