মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার আয়োজনে পীরে কামেলে মোকাম্মেল হাদীয়ে বাঙ্গাল মোজাদ্দেদে জামান আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম আল-ক্বাদরী, চিশতী, নকশেবন্দী, মোজাদ্দেদী ফন্দাউকী রহঃ “জীবন ও কর্ম শীর্ষক ” আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল ১৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান মাওঃ সৈয়দ আশরাফ উদ্দিন শামীম ও মাওঃ সৈয়দ জাকারীয়া আহমাদ সাহেবের উপস্থাপনায় শুরু হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর আল্লামা মুফতী আলহাজ্ব সৈয়দ ছালেহ আহমাদ মামুন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদরাসার সুপার মাওঃ আবুবকর ভুইয়া।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত ও নাতে রাসুল সাঃ পাঠ করা হয়। পরে উপস্থিত সুধীজনদের মধ্যে হাদীয়ে বাঙ্গাল মোজাদ্দেদে জামান শাহসুফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম রহঃ এর “জীবন ও কর্মের” নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন- মাদরাসার মুদার্রিছ মাওঃ খোরশেদ আলম,মোঃ বাইজিদ মিয়া, মাওঃ জসিম উদ্দিন, আলহাজ্ব মাওঃ হাফেজ আব্দুর রহমান, আলহাজ্ব মাওঃ ইব্রাহীম ছিদ্দীকি, লাখাই উপজেলা আওয়ামীলীগ নেতা জনাব সালাহ উদ্দিন সুমন, সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল খালেক, ফান্দাউক দরবার পীরজাদা আল্লামা মুফতী আলহাজ্ব সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী সহ প্রমূখ।
বক্তারা হুজুরের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ওনার মত এমন একজন আল্লাহর ওলীর বিয়োগব্যথা আমাদেরকে নিরবে কাদায়। কারণ আল্লাহ ও তার রাসুলকে পাওয়ার যে সুনিপুণ পন্থা তিনি আমাদের শিখিয়েছেন যা কিনা বর্তমান সময়ের জন্য এক উত্তম মডেল সরুপ। বক্তারা আরোও বলেন একজন মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য যার জীবনকে শেষ পর্যন্ত বিসর্জন দিতে হল এমন মহান পুরুষের কথা আমাদের আলোচনা করার কিছুই নাই। উনাকে শুধু অনুসরণই করা যায়।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জনাব নুরুজ্জামান মোল্লা, নাসিরনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব রবিউল আলম, সমাজসেবক জনাব জাকারীয়া, দৈনিক ইত্তেফাকের নাসিরনগর প্রতিনিধি জনাব আক্তার হোসেন ভুইয়া, দৈনিক ইনকিলাবের মাধবপুর প্রতিনিধি মাওঃ সামছুল হক, আওয়ামীলীগ নেতা জনাব মোজাহিদ মিয়া, জনাব আব্দুল মান্নান খোকন, জনাব আব্দুল লতিফ, মাওঃ রায়হান উদ্দিন চৌধুরী, মুফতী সিরাজুল ইসলাম, পীরজাদা আলহাজ্ব মাওঃ সৈয়দ আবুবকর সিদ্দিক, পীরজাদা আলহাজ্ব মাওঃ সৈয়দ বাকের মোস্তফা, সৈয়দ সাইফুদ্দীন আহমাদ শিবলী, মাওঃ সৈয়দ সালমান ফার্সী, মাওঃ কামাল উদ্দিন আনছারী, মাওঃ গাজী আব্বাস উদ্দিনসহ পেশাজীবী চাকুরীজীবী ছাত্র-শিক্ষক, অভিভাবক ভক্ত মুরিদ হাজারো ধর্মপ্রাণ মুসলমান।
আলোচনা শেষে সৈয়দ নাছিরুল হক মাছুম রহঃ ফাউন্ডেশন কর্তৃক মাদরাসার ছাত্র শিক্ষকদের সম্মাননা পুরস্কার ও বৃত্তি প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ সৈয়দ ছালেহ আহমাদ মামুন। সবশেষে মিলাদ দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।