দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের মদনপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন রুছমত গত ৩ জানুয়ারী রোজ শনিবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু ̈বরন করেন। তাহার অকাল মৃত্যু ̈তে দৈনিক শায়েস্তাগঞ্জ সহ আমরা সবাই গভীর ভাবে শোকাহত।তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
০৮/০১/২০১৫ বৃহশ্প্রতিবার বাদজোহর মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।এতে মরহুমের পরিবারের পক্ষথেকে সকল আত্মীয় স্বজন, বন্ধুমহল ও সুভাকাঙ্খিদের দাওয়াত করা হইল।
দাওয়াত ক্রমে ,
মোঃ আব্দুল মালেক, সভাপতি বৈশাখী থিয়েটার,
মোঃ শাহজাহান জিতু, সহ-সভাপতি বৈশাখী থিয়েটার,
বাছিরগঞ্জ বাজার, সুতাং।