এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামস্থ গুচ্ছ গ্রামে শীতবস্ত্র বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও মাশহুদুল কবির। বুধবার দুপুর ২ টায় গুচ্ছগ্রাম আনন্দ স্কুলে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী তন্ময় ইসলাম, উপজেলা পি আই ও মাসুদুল ইসলাম, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, বীর-মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ, স্থানীয় অওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি ভূমি কর্মকর্তা লোকমান হোসেন ও বজলু মিয়া প্রমূখ। এ সময় ইউ এন ও মাশহুদুল কবির বলেন, প্রধানমন্ত্রি দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের দুঃখ লাঘবে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার পথ অনুসরণ করে দেশের আপামর জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে, ১০০জনেরও অধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।