চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ থেকে ঝুড়িয়া বড়বাড়ি পর্যন্ত রাস্তার পাকা করণের কাজ শুরু হয়েছে।
বুধবার সকালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন নাহার চৌধুরী একাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত ইনাতাবাদ গ্রামে এক সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহরম আলী, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল আউয়াল, আশ্রাব আলী হাবিলদার, আকবর আলী সরদার, যুবলীগ নেতা শাহাবুদ্দিন, ইউপি সদস্য আবুল কালাম হিরন, রাবেয়া বেগম, আফরোজ মিয়া, বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম, মানিক মিয়া, শ্রমিক নেতা কাজল মিয়া, আব্দুল হক প্রমুখ।
পরে প্রধান অতিথি আলহাজ্ব শামছুন নাহার ও উপজেলা প্রকৌশলী আহসান হাবীব রাস্তার কাজ উদ্বোধন করেন।