বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন অমূল্য কুমার চৌধুরী।
তিনি বুধবার সকালে বানিয়াচঙ্গ থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি চুনারুঘাট থানায় ওসি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
অমূল্য কুমার চৌধুরী ১৯৮৭ সালে পুলিশ বিভাগ থেকে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। তিনি সর্বপ্রথম ঢাকার সিআইডিতে ওসি হিসেবে কর্মরত ছিলেন।
ইতিপূর্বে তিনি মৌলভীবাজার সদর, কমলগঞ্জ ও মৌলভীবাজার ডিবি’র ওসি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি সিলেট সদর উপজেলার শিবগঞ্জের বৈশাখী গ্রামের মৃত আদিত্য মোহন চৌধুরীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক।