এম এ আই সজিব ॥ বানিয়াচংয়ে মনের মানুষকে বিয়ে করতে না পেরে শান্ত মিয়া (২২) নামের এক সিএনজি অটোরিকশা চালক বিষপানে অকালে প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ওই বানিয়াচংয়ে রসালো আলোচনার ঝড় বইছে। সে উপজেলা সদরের নন্দিপাড়া মহলার নুর ইসলামের পুত্র।
মৃত শান্ত’র ভাই ফুল মিয়া জানান, শান্ত দীর্ঘদিন ধরে একই গ্রামের নুর হোসেনের কন্যা পিংকি আক্তার মৌ (১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি পিংকি জনৈক যুবকের সাথে পালিয়ে যাওয়ায় শান্তর পরিবার ওই প্রেম মেনে নেয়নি।
এদিকে শান্ত পিংকি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। এতে বাঁধা হয়ে দাড়ায় তার পিতা। এ ক্ষোভে গত মঙ্গলবার রাত ১২টার দিকে শান্ত সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে রাত ২টায় ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা যায়।
সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। এদিকে ঘটনার পর থেকে পিংকি তার পরিবার আত্মগোপনে রয়েছে।