স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল বাইপাস সড়কে তাছলিমা আক্তার শিমু (২০) নামের এক যুবতীর শীলতাহিনর চেষ্টা করেছে একদল লম্পট। এ সময় তাকে প্রহার করে টাকা পয়সা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিমু সদর উপজেলার নিশাপট গ্রামের হোসন আলীর কন্যা।
গতকাল সে তার আত্মীয়ের বাড়ি থেকে প্রধান সড়কে আসার পথে ২নং পুল বাইপাস সড়কে পৌছলে বহুলা গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র সাইফুর (২২) ও একই গ্রামের আলামিনসহ ৩ থেকে ৪ যুবক তাকে জোরপুর্বক শীলতাহানির চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার করলে তাকে মারধর করে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। শিমুকে চিকিৎসা দেয়া হয়েছে।