নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র বিভক্তি দু’গ্রুপের মধ্যে ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে হট্রগোলের খবরে নবীগঞ্জ রাজনৈতিক অঙ্গনে তোলপাড়া শুরু হয়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে হবিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের জরুরী সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাকাওয়াত হাসান জীবন, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া ও সাবেক এমপি শাম্মী আক্তার শিফাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দলীয় সুত্রে জানাযায়, সভা চলাকালে নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া এবং পৌর বিএনপির সভাপতি নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বিগত পৌর নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ তার গ্রুপের নেতাকর্মীরা বিরোধীতা করেছে মর্মে অভিযোগ উত্তাপন করলে ওই হট্রগোলের সৃষ্টি হয়।
জবাবে নাজমুল গ্রুপের নেতাকর্মীরা তাদের আন্তরিক সহযোগিতার কারনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে মর্মে দাবী করে অতীতে পৌর সভার নির্বাচন এবং উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক এমপি শেখ সুজাত মিয়া ও নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর বির্তকৃত ভুমিকার কারনেই দলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে উল্লেখ করে পাল্টা অভিযোগ করলে পরিস্থিতি উত্তোপ্ত হয়।