নবীগঞ্জ প্রতিনিধি : বাংলা একাডেমির নজরুল মঞ্চে একসাথে নবীগঞ্জের পাঁচ কবির পাঁচ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১৫ফেব্রুয়ারি ২০১৬ইং সোমবার বিকেলে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি কোকিল দাশ’র প্রথম কাব্যগ্রন্থ ‘সমুদ্র সফেন’, কবি কুতুব আফতাব’র পঞ্চম কাব্যগ্রন্থ ‘খুঁজি তোমার স্পর্শ’, কবি গোলাম কিবরিয়ার ‘প্রথম কাব্যগ্রন্থ ‘জবাব একদিন দিতে হবে’, কবি আফতাব আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ ‘নিসর্গের ভেলোসিটি’ ও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর তৃতীয় কাব্যগ্রন্থ ‘দুর্গম পথের যার্ত্রী’ এই পাঁচ কবির পাঁচ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির পরিচালক ‘অমর একুশে গ্রন্থ মেলা ২০১৬’র সদস্য সচিব ড. জালাল আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক কবি রবীন্দ্র গোপ, কবি ও সাংবাদিক হাসান হাফিজ, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব, চিত্রশিল্পী গোলাম নবী পান্না প্রমুখ।