খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাউছার আহমেদ বাহার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্র্বচনী উপলক্ষে দূর্গাপুর বাজারে এক বিশাল গনসংযোগ ও নির্বচনী প্রচারনা করেছেন।
বুধবার সন্ধায় দূর্গাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন কাউছার আহমেদ বাহারের ভাই সুপ্রীম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, আঃ খালেক, নুর মিয়া, শহিদ মিয়া, সফিক মিয়া, নজির আলী, জহুর আলী, আঃ সত্তার লাল মিয়া, জুনাব আলী, আঃ রহমান, সামছুল হক, নছিম আহমেদ, আঃ আহাদ, শাহ আলম, আঃ হাই, জব্বার মিয়া, মুদ্দত আলী, মোসাহিদ মিয়া আঃ কালাম, সালাউদ্দিন উস্তার মিয়া প্রমুখ।
পথ সভা চেয়ারম্যান প্রার্থী কাউছার বাহার বলেন, আমি আপনাদের সুখে দুঃখে সব পাশে থাকবো। আমি জনগনের সেবক হয়ে আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন। দূর্গাপুর বাজারে অবহেলিত মানুষের কাজ করারও অঙ্গিকার প্রতিশ্র“ত প্রদান করেন।