নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপির কায়স্থগ্রাম বাজার সংলগ্ন এলাকাবাসীর জানাযার নামাজের স্থান সরকারী খাস ভুমিতে রং মিয়া ও ফারুক মিয়া নামের দু’প্রভাবশালী জবর দখল করে দালান নির্মাণ কাজ শুরু করেছে। এতে গ্রামবাসীর কোন মানুষ মারা গেলে জানাযার নামাজ পড়তে মারাত্বক অসুবিধার সম্মূখীন হতে হবে। পাশাপাশি সরকারের লক্ষ লক্ষ টাকার সম্পত্তি বেহাত হতে চলেছে।
এ ব্যাপারে কায়স্থগ্রাবাসী মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবরে সরকারের সম্পত্তি রক্ষা করার জন্য লিখিত আবেদন করেছেন।
গ্রামবাসী ও আবেদন সুত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন নদীর চড়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসী নৌকা দিয়ে মাছ নিয়ে এসে পাইকারী বিক্রি করেন। এবং গ্রামের কোন মানুষ মারা গেলে ওই স্থানেই একমাত্র জানাযার নামাজের স্থান হিসেবে ব্যবহার করে আসছেন। সম্প্রতি একই গ্রামের মৃত ইয়ান উল্লার ছেলে সৌদি প্রবাসী প্রভাবশালী রং মিয়া ও ফারুক মিয়া সরকারী নদীর চড়ে ওই খাস ভুমিতে জোরপুর্বক বিশাল একটি দালান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এতে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এলাকার লোকজন বাধাঁ দিলেও উক্ত প্রভাবশালীরা কোন কর্ণপাত না করায় যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যা করছেন সাধারণ লোকজন। এ ব্যাপারে গ্রামবাসীর গণস্বাক্ষর নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবারে একটি লিখিত আবেদন করেন।
বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। এ ব্যাপারে জবর দখলকারী রং মিয়া ও ফারুক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন সুইচ অফ পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন জানান, আবেদনের বিষয়ে তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।