চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গরীর ও দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিরতন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি কাজী সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও মোছা ঃ সাফিয়া খাতুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনাইদ।
এতে বক্তব্য রাখেন নারী ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য মমতাজ বেগম, কোষাধক্ষ লায়লা নুর, কার্যকরী সদস্য আছমা আক্তার। সভায় ৯৬ জন গরিব ও দরিদ্র ছাত্রীদের ১টি স্কুল ব্যাগ, ১টি জ্যাতি বক্স ও ১ ডজন কলম বিতরন করা হয়।