সৈয়দ শাহান শাহ পীর – হবিগঞ্জ জেলাসহ সারাদেশে এখন গণ-মনরোগের আতঙ্কে ভোগছে মানুষ। জানাযায়, ইদানিং উক্ত জেলাসহ সারাদেশে গণ-মনরোগে আক্রান্তসহ এ রোগের আতঙ্কে ভোগছে মানুষ। এ রোগের লক্ষণ সমূহ হচ্ছে বমি-বমি ভাব, মাথা ব্যথা, জ্ঞানহীন হয়ে পড়াসহ শারিরিক বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এর রোগে বেশিরভাগ মেয়েরাই ভোগে। ছেলেরাও রয়েছে।
তবে এটি কোন মারাত্মক রোগ না বলে স্থানীয় ও জাতীয় ডাক্তাররা বলেছেন। কেউ যদি এ রোগে আক্রান্ত হয় সাথে সাথে হাসপাতাল বা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা এবং বেশি করে বিশ্রাম নিলেই সুস্থ্য হয়। অভিজ্ঞ মহলের ধারনা যে, মুঠোফোনে রাত জেগে ছেলে/মেয়েদের সময় কাটানোর ফলে মানসিক ভাবে বিঘারগ্রস্থসহ ঘুমহীন এর কারণে এ গুলো হচ্ছে। এ রোগটিকে ডাক্তারীমতে মাষহিস্টিরিয়া/ গণমনস্তাত্তিক রোগ বলে। সাধারণত প্রাপ্ত হওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা মানুসিক ভাবে দুর্বল থাকে বলে এমনটি হতে পারে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে ডাক্তারা জানান।
সম্প্রতি, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্র/ছাত্রী উক্ত রোগে আক্রান্ত হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা দিয়ে সুস্থ্য হয়। তবে এ রোগের আতঙ্কে অভিভাবকরা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনইচ্ছুক।