শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে টমেটো কেজি প্রতি চার টাকা দরে বিক্রি হচ্ছে। মাথায় হাত পড়েছে কৃষকের।
খোজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে এলাকায় টমেটোর ভাম্পার ফলন হয়েছে।
কৃষকরা বলছেন, ফলন ভাল হলেও দাম না থাকায় টমেটো বিক্রি করে খরচও উঠানো সম্ভব হবে না।
এতবারপুর গ্রামের কৃষক সুভাষ দত্ত জানান, এবছর ৩ একর জমিতে টমেটো চাষ করেছেন। খরচ হয়েছে প্রায় লাখ টাকা। মাঘ মাস থেকে বিক্রি শুরু করেছেন। শুরুতে দর ভাল ছিল। সপ্তাহ ধরে টমেটো দর নেমে গেছে।
বাঙুনীপাড়া গ্রামের কৃষক ছায়েব আলী, কাইয়ুম, কুতুবের চক গ্রামের কৃষক নুরুল ইসলাম, পশ্চিম বড়চর গ্রামের বায়জিত মিয়া এবছর টমেটো চাষ করেছেন।