নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে মোঃ ইছমত আলী মেম্বার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর এলাকার কানাইপুর পশ্চিম মাঠে অনুষ্টিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।
এর পুর্বে টুর্নামেন্টের উদ্যোক্তা মোঃ ইছমত আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মুকিত চৌধুরী, ৪নং ওর্য়াডের নব-নির্বাচিত কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সমাজ সেবক কদর আলী, মদন মোহন শীল, গপেশ দাশ, আনসার উদ্দিন, যুবলীগ নেতা আঞ্জব আলী, ছাত্রনেতা জাকির হোসেন চৌধুরী, সাইদুর রহমান, রাসেল আহমেদ, মিটু শীল, সাইফুল আলম, আরস আলী, মঈনুল হক, সামছু মিয়া ও রুবেল মিয়া প্রমূখ।
উদ্বোধনীয় খেলায় অংশ গ্রহন করে কানাইপুর একাদশকে হারিয়ে গয়াহরি একাদশ বিজয়ী হয়েছে। তার আগে অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সাথে কুশলবিনিময় করে খেলার আনুষ্টানিক শুভ উদ্বোধন করেন।