এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব পইল গ্রামে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে যুবতীকে একাধিকবার ধর্ষণ করেছে নুর আলম (২২) নামের এক লম্পট। এ ব্যাপারে ওই যুবতীর পিতা সফিক মিয়া বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের সাহেব আলীর পুত্র নুর আলম বাদির কন্যা রিফা আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে রিফা আক্তার অন্তস্বত্তা হয়ে পড়ে।
কৌশলে নুর আলম হবিগঞ্জ শহরের একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায় এবং সামাজিকভাবে বিয়ে করবে বলে আশ্বাস দেয় রিফাকে। আশ্বাস দেয়ার পরও বিয়ে না করে কালক্ষেপন করতে থাকে নুর আলম। বিষয়টি আঁচ করতে পেরে রিফার পরিবার স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলে পইল ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আলীর উপস্থিতে সালিশ বিচারের আয়োজন করা হয়। কিন্তু নুর আলমের পরিবার সালিশ না মানায় ওই যুবতীর পিতা নিরুপায় হয়ে গত শনিবার সদর থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হল নুর আলমের পিতা সাহেব আলী ও চাচা রশিদ মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা রকিবুল হাসান জানান, আসামী ধরতে অভিযান অব্যাহত আছে। অচিরেই আসামী ধরা পড়বে। পইল ইউপি চেয়ারম্যান সাহেব আলী জানান, সালিশের আয়োজন হয়েছিল, কিন্তু সমাধানের আগেই তারা চলে যায়।