হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেসে চোরা চালান বিরোধী টাস্কফোর্স রোববার বিকেলে অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে চোরা চালান বিরোধী টাস্কফোর্স ওই দিন বিকাল ৪টার সময় আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে ষ্টেশনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেসে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কামরা থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় ৫৫ বিজিবির মনতলা বিওপির নায়েব সুবেদার হাবিবুর রহমান সহ টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- রোববার দুপুরে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ি সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।