গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের নবীগঞ্জে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার আমড়াখাই গ্রামে দু’দল লোকের মধ্যে আধিপত্য বিস্তারসহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনাসহ মামলা-পাল্টা মামলা রয়েছে। পূর্বের জের ধরে গতকাল বুধবার সকালে স্থানীয় গাঞ্জুরার পাড় হাওরে ইসলাম উদ্দিনের পক্ষ লোকজন ফসলী জমি কাজ করতে গেলে তাদের ওপর শরাফত মিয়া, নুরুজ্জামান, রবী দাশ ও গুনমনি দাশ গং এর নেতিত্বে একদল লোক অর্তকিতভাবে হামলা চালায় খবর পেয়ে ইসলাম উদ্দিনের লোকজন আসে এক পর্যায়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল ব্যবহার করা হয়েছে। পরে হামলকারীরা ইসলাম উদ্দিনের ভাই সমসের উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাব পত্র ভাংচুর করে এবং লোটপাট করে নগদ দেড় লক্ষ টাকা ও পানির মেশিন নিয়ে যায় এসময় ঘরে তাকা রহিমা বেগম বাধা দিলে তাকে রামদা দিয়ে মাথায় আঘাত করেছে হামলাকারীরা বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের ঘটনায় আহত আল আমীন (৩৫), হোসাইন(২৫), রহিমা বিবি(৪৫) কে সিলেট এবং বাকী সাইফুল মিয়া(২২), জাহাঙ্গীর(২৫), ডালিম(২৫), মনির(২২), আলাল(২৫), মুছা(২৬), রাহুল(২৩), কফিল(২৫), সুমিতা বেগম(১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে সুত্রে জানাগেছে।