এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার শিবপুর নামকস্থানে টমটম উল্টে মহিলাসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অলিপুর থেকে একটি যাত্রীবাহি টমটম খান্দুরা মাজার শরীফে যাবার জন্য রওয়ানা হয়। টমটমটি উলেখিতস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর বাসকে দেখে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।
এতে উলেখিত যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় উচাইল গ্রামের আব্দুল হেকিম (১১৫), মিলন বেগম (৪৫), আফিয়া (৫০), নিজাম উদ্দিন (১০), আয়েশা (৬০), রোকেয়া (৫০) ও জাহাঙ্গীর (১০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া জবান উলা (৫০) কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।