এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রায়ই কোন না কোন বাসা থেকে চোররা কৌশলে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। পুলিশ ইতোমধ্যে চিহ্নিত কয়েকজন চোরকে আটক করে কারাগারে প্রেরণ করে। কিন্তু আইনের ফাঁক গলে বেরিয়ে এসে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা ফের মোটরসাইকেল চুরির সাথে জড়িয়ে পড়ছে।
শনিবার রাত ৮টায় সদর থানার এসআই ওমর ফারুক ও মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ তিনকোনা পুকুর পাড় এলাকার শিক্ষা অফিসের ফটকের সামন থেকে একটি চোরাই পালসার বি-বাড়িয়-ল-১১-০৭৪২ মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় চোর সটকে পড়ে। এর আগের দিন শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনকোনা পুকুর পাড় থেকে আরেকটি চোরাই এফজেড মোটরসাইকেল উদ্ধার করে।
পুলিশ জানায় এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।