শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : মুড়ারবন্দ দরবার শরীফে আগামী ১৩,১৪ ও ১৫ জানুয়ারী ৩ দিন ব্যাপী ৬৯৪ তম পবিত্র বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। উক্ত ৩ দিন পবিত্র বার্ষিক ওরসে দেশের আশেকান ভক্তবৃন্দ কে আসার জন ̈ আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফের খাদেম এম মোজাম্মিল আহমেদ হামিদ অথচ বিস্তারিত বিষয় জানতে হলে ০১৭১২-৮৮৫৯৩৩ মোবাইলে যোগাযোগ করুন। জানা যায়, সিলেটে চির নিদধায় শায়িত হযরত শাহ জালাল (রঃ) ইয়ামনী ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে দরবার শরীফে পূব-পশ্চিমে রওজা শায়িত প্রধান সেনাপতি তরফ রাজ ̈ বিজয়ী মহান ইসলামী বীরপুরুষ সিপাহসালার (মাদনী) হযরত সৈয়দ শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ঈসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আওলিয়া (রঃ), বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রঃ), বন্দেগী শাহ সৈয়দ মহিব উল্লা (রঃ) গং ১২০ জন আউলিয়া গণের প্রতিবছরের ন্যায় এবারো ৩দিন ব্যাপী পবিত্র বার্ষিক ওরস উপলক্ষে আগামী ১৩ জানুয়ারী সকাল ১০ টায় মাজার শরীফে গিলাফ চড়ানোর মধে ̈ দিয়ে পবিত্র ওরস শুরু এবং ১৫ জানুয়ারী দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে আখেরী মোনাজাতের মাধ ̈মে পবিত্র ওরস সমাপ্ত হবে।