মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে উপজেলার নোয়াপাড়ায় সায়হাম গ্র“পের উদ্যোগে এবং জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা মৌভবীবাজার শাখার সহযোগিতায় দু’দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান এ শিবিরের উদ্বোধন করেন। ইউ/পি চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীরের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দিলেন পাল, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সৈয়দ বাহার প্রমূখ।