হামিদুর রহমান,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজের নবীন বরণ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধ কমান্ডার নুরুল ইসলাম, চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, দাতা সদস্য আসাদ আলী, ফজলুর রহমান, হাজী তাহের প্রমূখ। পরে প্রধান অতিথি নব নির্মিত মৌলনা আসাদ আলী ভবনের উদ্বোধন করেন।