দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছে “মীরপুর উন্নয়ন ফোরাম”।
মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে “মীরপুর উন্নয়ন ফোরাম”-এর অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় এ দাবী জানানো হয়।
সংগঠনের নির্বাহী সভাপতি দিদার এলাহী সাজু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ আজাদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, “আমাদের জানামতে সিদ্দিকুর রহমান মাসুম সম্পূর্ণরূপে একজন পেশাদার সাংবাদিক। তিনি মীরপুর উন্নয়ন ফোরাম-এর মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডও পরিচালনা করে আসছেন। সাংবাদিক মাসুম কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত আছেন বলে আমাদের জানা নেই। আমরা মনে করি ভূল তথ্যের ভিত্তিতে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ ছাদেক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলন শাহ্, অর্থ সম্পাদক জামাল মিয়া, সাংস্কৃতিক সম্পাক জাকির হোসেন, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হাই প্রমূখ।
সাংবাদিক মাসুম দৈনিক যুগান্তরের বাহুবল প্রতিনিধি, বাহুবল মডেল প্রেসক্লাবের নির্বাচিত নির্বাহী সদস্য ও সামাজিক সংগঠন “মীরপুর উন্নয়ন ফোরাম”-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে সাংবাদিক মাসুমকে বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার উপজেলার মিরপুর বাজারে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় সাংবাদিক মাসুম সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। বিএনপির নেতৃবৃন্ধের সাথে সাংবাদিক মাসুমকেও মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয়।