মোঃ রহমত আলী/ এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় কম্পিউটারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোররা দোকানের উপরের টিন খুলে ভিতরে প্রবেশ করে কয়েকটি কম্পিউটার ও ইলেকট্রনিকস সামগ্রীসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
শুক্রবার গভীররাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সকাল ১০টার দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে রাখে। জানা যায়, শহরের সবুজবাগ এলাকার এক্সপোর কম্পিউটার নামের ব্যবসা প্রতিষ্ঠানের উপরের টিন খুলে ওই রাতে একদল চোর ভিতরে প্রবেশ করে কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশসহ উলেখিত টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় সবুজবাগ এলাকার ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ওমর ফারুক ও এসআই রকিবুলের নেতৃত্বে একদল পুলিশ এসে চোরদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের অবরোধ তুলে নেয়। এক্সপোর কম্পিউটারের মালিক সৈয়দ রাজিব আহমেদ জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি দোকানের মালামাল কিছু নেই। পরে ভিতরে গিয়ে দেখা যায় দোকানের উপরের টিন খোলা। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আব্দুল আওযাল মজনুসহ ব্যাকস নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়েছে। ফুটেজের আলোকে চোর সনাক্ত করা হবে।