এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলায় গেটের সামনে বসে দুই প্রতিবন্ধী কিশোর ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে। মেলায় আসা দর্শনার্থীরা তাদেরকে সহযোগিতা করছে বলে জানায় তারা।
শুক্রবার বিকালে এ প্রতিনিধির সাথে তাদের কথা হলে তারা জানায়, একজনের নাম হেলাল, বাড়ি বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামে। সে পুলিশ সদস্য কবির হোসেনের পুত্র। তার মা মারা যাবার পর কবির হোসেন অন্যত্র বিয়ে করেন। হেলাল ৯ বছর ধরে প্রতিবন্ধী অবস্থায় ভিক্ষা করছে। অপরদিকে নুরুল ইসলাম জানায়, তার বাড়ি সদর উপজেলার বাতাসর গ্রামে। সে ওই গ্রামের সদর আলীর পুত্র। সেও ৮ বছর ধরে ভিক্ষা করছে। গত কয়েকদিন ধরে তারা মেলার গেটের সামনে বসে ভিক্ষা করছে। তারা এ প্রতিনিধির কাছে আক্ষেপ করে জানায়, মেলার ভেতরে যাওয়ার খুব ইচ্ছা তাদের। কিন্তু প্রতিবন্ধী হওয়ায় কর্তৃপক্ষ তাদেরকে মেলায় প্রবেশ করতে দিচ্ছে না। তারা বলে প্রতিবন্ধী হওয়াই কি আমাদের অপরাধ। আমরা টিকেট কেটেও মেলাতে প্রবেশ করতে পারছি না।
তাদের আক্ষেপটি পত্রিকার মাধ্যমে তুলা ধরার অনুরোধ করে এ প্রতিবেদককে বলে, মেলা কর্তৃপক্ষ যেন তাদেরকে মেলায় প্রবেশের ব্যবস্থা করে দেন। যাতে অন্য ১০টি শিশুর মতো তারাও যেন বিনোদন উপভোগ করতে পারে। এদিকে মেলা কর্তৃপক্ষ জানায়, তারা চলাফেরা করতে পারে না। মেলার ভিতরে গেলে মানুষের পদলিত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকায় তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
যদি কেউ নিজ উদ্যোগে তাদের মেলা ঘুরিয়ে দেখাতে চান, তবে আমাদের আপত্তি নেই।