হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলি জগন্নাথ দেবতার মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে হবিগঞ্জ-৪(মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে মন্দিরের ঘিলাতলি জগন্নাথ দেবতার মন্দির কমিটির সভাপতি ও পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ আব্দুর রউফ, পুলিশ স্টাফ কলেজের পরিচালক প্রশাসন ইকবাল হোসেন,বিশিষ্ট সমাজ সেবক কাজী জালালা উদ্দিন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোদাব্বির হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, আব্দুল কুদ্দুছ চকদার মাখন, যুবলীগ সভাপতি ফারুক পাঠান,ডাঃ হরিশ চন্দ্র দেব, শানু ভুইয়া, ফরাশ উদ্দিন টিপু, হাবিবুর রহমান পলাশ,শফিকুল ইসলাম শেবু প্রমুখ।
এর আগে সকালে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ৩৪ লক্ষ টাকা ব্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোরেশনের অর্থায়নে শ্যাওলিয়া খনন কাজের উদ্বোধন করেন।