এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে অবস্থিত দেওয়ান মাহবুব রাজার মাজার সংলগ্ন মাঠে বাউল গানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করার অভিযোগ উঠেছে।
পুলিশ বুধবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে বাউল গানের আসরটি পন্ড করে দিয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাউল গানের নামে মাজার সংলগ্ন মাঠে প্রভাবশালী একটি চক্র বিভিন্নস্থান থেকে সুন্দরী শিল্পীদের এনে অশ্লীল নৃত্য পরিবেশন করে আসছে। ফলে ওই এলাকায় চুরি, ছিনতাইসহ ছোটখাটো অপরাধ বৃদ্ধি পেয়েছে। যুবকরাও বিপথগামী হচ্ছে।
এ ছাড়া নৃত্যের তালে তাল মিলাতে গিয়ে এক শ্রেণীর যুবকরা হাজার হাজার টাকা বিলিয়ে দেয় নতর্কীদের। এতে করে মাজারের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে মনে করেন এলাকাবাসি। বিষয়টি তারা পুলিশকে জানালে ওই দিন রাতে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে গানের আসরটি পন্ড করে দেন। এ সময় ওই চক্রটি পালিয়ে যায়। এব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, মাজারের পাশে এসব কার্যকলাপ বরদাস্ত করা হবে না। কেউ যদি পুনরায় এসব করে তা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।