নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ২২ মার্চ ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বৃহস্পতিবার এ সব তথ্য জানান।
এবার ছয় ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ২২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ২ মার্চ।
এছাড়া ২য় ধাপে ৩১ মার্চ, ৩য় ধাপে ২৩ এপ্রিল, ৪র্থ ধাপে ৭ মে, ৫ম ধাপে ২৮ মে ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ভোটগ্রহণ করা হবে।