চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী ৫ম তাফসীরুল কুরআন সুন্নী মহা-সম্মেলন সমাপ্ত হয়েছে।
বুধবার বিকালে পৌর শহরের দক্ষিন বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে ওয়াজ শুরু হয়ে রাত ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে এ সুন্নী মহা-সম্মেলন সমাপ্ত হয়।
চুনারুঘাটের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক এসএম সুলতান খানের পরিচালনায় এতে শেষ দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মোজাহেদী, মুফাচ্ছিরে কুরআর মাওঃ এইচ এম শাফী নিজামী, মুফাচ্ছিরে কোরআন মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ মোশাহিদুল ইসলাম, মাওঃ ক্বারী রফিকুল ইসলাম, অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আজিজুর রহমান সোহাগ।