নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী জাবেদকে আটক করেছে পুলিশ। জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তবিরত উল্লার পুত্র জাবেদ (৩১) দির্ঘদীন যাবৎ ধরে উপজেলার বিভিন্ন এলাকার বিদেশী মদের ব্যবসারকরে আসছিল।
বুধবার দুপুরে ৯ বোতল বিদেশী মদ অফিসার চয়েজ নিয়ে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ূন কবীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান ছালিয়ে শরীফ উদ্দিন সড়ক সংলগ্ন পাটুলীপাড়ার সড়ক থেকে উল্লেখিত মাদকসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আজমিরীগঞ্জ থানায় মামলা রুজু করেছে পুলিশ।